
SEO Meaning, আসুন জেনে নেই এসইও সম্পর্কিত কিছু তথ্য
আপনার ১ কেজি চিনি দরকার হলে, আপনি কোন দোকান থেকে নিবেন ? বাজারে ঢোকার পরে প্রথমে যে দোকান থাকে সেখান থেকে নাকি ভীড় ঠেলে একদম পিছনের দিকের দোকান থেকে?
আপনার উত্তর যদি হয় পিছনের দোকান থেকে তাহলে পোস্টটি আপনার জন্য না, আর যদি আপনার উত্তর সামনের দোকান হয় তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
আমরা অনেকেই আছি যারা চিন্তা করি ওয়েবসাইট তৈরি করলেই সব কাজ শেষ হয়ে যায়। আসলেই কি তাই?
আসুন কিছু কথা জেনে নেই।
সহজে বোঝার জন্য আমরা ধরে নেই ইন্টারনেট হচ্ছে একটি বাজার এবং ওয়েবসাইট হচ্ছে দোকান।
এখন আপনি চিন্তা করে দেখুন বাজারে সব সময় কিছু দোকান থাকে যেগুলো খুব জনপ্রিয় এবং বড় পরিসরে ব্যাবসা করে যেমনঃ ইভ্যালি, দারাজ, চাল-ডাল সহ বেশ কিছু ওয়েবসাইট।
এসব বড় দোকান ছাড়াও বেশকিছু ছোট দোকানও কিন্তু ভাল ব্যাবসা করে কিন্তু তাদের তো এমন পরিচিতি নেই তাহলে সেল কিভাবে করে? তারা সেল করে তাদের দোকানের পজিশনের কারণে।
অনলাইনেও এই একই পদ্ধতির জন্য ওয়েবসাইটের সেল কম-বেশি হয়। আমরা যখন অনলাইনে কোন কিছু লিখে সার্চ দেই তখন অনেক সাজেশন আসে কিন্ত এর মধ্য থেকে আমরা বেশিরভাগ সময় প্রথম পেজের সাইটগুলো ভিজিট করি। সাজেশন লিস্টে ১৫ তম পেজে কি আছে তা আমরা দেখতে যাই না। তাই আপনার ওয়েবসাইট থেকে সেল জেনারেট করতে চাইলে আপনার ২ টি জিনিস প্রয়োজন।।(SEO meaning)
● আপনার সাইটটিকে প্রথম পেজে দেখানো
● সোশ্যাল মিডিয়াতে আপনার প্রচারণা চালানো
আজ আমরা প্রথম পয়েন্টটি নিয়ে আলোচনা করব। SEO meaning
আপনার সাইটটি সার্চ লিস্টে প্রথম পেজে দেখানোর জন্য যে কাজটি করা প্রয়োজন তা হচ্ছে SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই প্রক্রিয়ায় আপনার ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ বাড়ে এবং আপনার সাইটটির ধীরে ধীরে র্যঙ্ক করতে থাকে। তবে এই কাজের জন্য সময় এবং ধৈর্য্য দুইটি প্রয়োজন। কারণ এটা একদিন বা এক সপ্তাহের কাজ না। এসইও দুই ধরনের হয়ে থাকে
● অর্গানিক এসইও
● পেইডএসইও
অর্গানিক এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটকে র্যঙ্ক করানোর জন্য সবথেকে কার্যকরী উপায়। অন্যদিকে পেইড এসইও হচ্ছে টাকার বিনিময়ে আপনার সাইটের অ্যাড দেখনো। তবে এখানে মনে রাখতে হবে যার বাজেট বেশি সে প্রাধান্য পাবে। কিন্তু অর্গানিক এসইও এর ক্ষেত্রে এই সমস্যা নেই।
এখন আপনাদের মনে যে প্রশ্নটি জাগছে অর্গানিক এসইও তে কি টাকা লাগে না?(SEO meaning) উত্তর হচ্ছে যদি আপনি নিজে এসইও এর কাজ জানেন তাহলে টাকার প্রয়োজন নেই আপনি নিজেই কাজটি করতে পারবেন। তবে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিতে হলে আপনার কিছু টাকা খরচ হবে কিন্তু সেটা পেইড এসইও এর বাজেট থেকে কম এবং কার্যকরী।
অর্গানিক এসইও আবার দুই ধরনেরঃ
● অন পেজ এসইও
● অফ পেজ এসইও
অন পেজ এসইও সহজ ভাষায় যা আপনার চোখে পড়বে খুব সহজে এবং সবাই দেখতে পারবে।
যেমনঃ
● ওয়েবসাইটের টাইটেল
● মেটা ডেসক্রিপশন
● ম্যাটা কিওয়ার্ড ট্যাগ
● ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল
● ছবিগুলোর অল্ট ট্যাগ
● ছবিগুলোর ক্যাপশন সহ আরও অনেক কিছু।
অফ পেজ এসইও সহজ কথায় আপনার সাইট র্যঙ্ক করানোর জন্য কনটেন্ট ছাড়া যে কাজগুলো করা হয়ে থাকে। যেমনঃ
● ব্যাকলিঙ্ক
● ফোরাম পোস্ট
● লিঙ্ক শেয়ার সহ আরও অনেক কিছু
অনেকে এর বাইরেও এক প্রকারের এসইও এর কথা বলে সেটি হচ্ছে টেকনিক্যাল এসইও। যদিও এটি অফপেজ এসইও এর মধ্যেই পড়ে। এই এসইও তে যে কাজগুলো করা হয়
● স্পিড অপটিমাইজেশন
● ইন্ডেক্সিং
● ডাটা স্ট্রাকচার
● ক্রাউলাবিলিটি
● সিকিউরিটি
সহ আরও অনেক কিছু।
এখন আসি কেন আপনার ওয়েবসাইটের এসইও করাবেন। নিচের ছবি দুইটি দেখলেই আপনি বুঝতে পারবেন কেন আপনার ওয়েবসাইটের এসইও করা দরকার। প্রথম ছবিতে দেখতে পারছেন ৮ মাসে সাইটটিতে ট্রাফিক বা ভিজিটরের সংখ্যা ৩৩৩৬৯ ।
এবার নিচের ছবিটি দেখুন এসইও করার পরে।
আশা করি উপরের ছবি দেখে বুজতে পারছেন আপনার সাইটের এসইও করা প্রয়োজন আছে কি নেই। আপনাদের ছোট কিছু তথ্য দেই
Top SEO Tools In 2020 Google Search Console
● ৪৪% গ্রাহক গুগলে সার্চ করে তাদের অনলাইন শপিং করেন।
● ই-কমার্স ওয়েবসাইটে প্রায় ৩৭.৫% ট্রাফিক আসে সার্চ ইঞ্জিনের মাধ্যমে।
● ই-কমার্স ওয়েবসাইটে ২৩.৬% অর্ডার আসে অরগানিক সার্চ ট্রাফিক থেকে।
উপরের তথগুলো থেকে আপনি সহজেই বুঝতে পারছেন যদি আপনার সাইটের এসইও করা না থাকে এবং আপনার সাইট র্যঙ্ক করানো না থাকে তাহলে আপনার ব্যাবসা ক্ষতিগ্রস্থ হবে। এখন আপনি সব বুঝে সিদ্ধান্ত নিন আপনার সাইটের এসইও করা দরকার কিনা।